কামাল উদ্দিন :
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। পত্রিকাটির দশম বর্ষে পদার্পন উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খাঁন।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে রাশেদ ইকবাল চৌধুরী, স্থানীয় প্রকাশক ও সম্পাদক পরিষদের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। আরো ছিলেন সাংবাদিক আব্দুল মালেক, কামাল উদ্দিন, ইসমাইল হোসেন জবু, আক্তার আলম, জহিরুল ইসলাম শিবলু, নাজিম উদ্দিন রানা, মহি উদ্দিন মুরাদ, জহির উদ্দিন, জান্নাতুল ফেরদৌস নয়ন, সাজ্জাদুর রহমান, আনিস কবির, পলাশ সাহা, তাপস সাহা, কাজী মাকছুদ, এ বি এম নিজাম উদ্দিন, আনোয়ারের রহমান বাবুল, মিজানুর রহমান মুকুল, ফরহাদ হোসেন, কিশোর কুমার দত্ত, মামুন, রেজাউল করিম পারভেজ, রুবেল হোসেন, রাজিব হোসেন রাজু, ড্যানি।
বক্তারা পত্রিকাটির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনপ্রিয়তার শীর্ষে অবস্থানের কথা তুলে ধরে উত্তোরোত্তর সাফল্য কমানা করেন। এসময় বন্ধু প্রতিদিনের সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। পরে কেককাটা অনুষ্ঠান শেষে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে।
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ