জগন্নাথ দাস :
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা পরিষদ। এসময় অবৈধভাবে গড়ে তোলা ২৫টি দোকান ব্যাকো দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন এ অভিযান পরিচালনা করেন। এতে জেলা পরিষদের প্রায় ১০ কোটি টাকা মুল্যের ১ একর ৩৩ শতক সম্পত্তি উদ্ধার হয়েছে বলে দাবী করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
জেলা পরিষদ সুত্রে জানা যায়,
রামগতি পৌর শহরে দীর্ঘ ১৭ বছর ধরে অবৈধভাবে জেলা পরিষদের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে ব্যবসা করে আসছিল প্রভাবশালীরা। অবশেষে উচ্চ আদালতের রায় নিয়ে সকালে অর্ধশতাধিক শ্রমিক ও পুলিশ সদস্যদের নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা পরিষদ কর্তৃপক্ষ।
এই স্থানে পুকুর পাড় মেরামত, পানি শোধানাগার কেন্দ্র ও মার্কেট নির্মাণের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান।
আর দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি জবর দখলদার হাত থেকে উদ্ধার করে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা হয়েছে বলে দাবী করেন প্রধান সির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন।
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ