জগন্নাথ দাস :
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে লক্ষ্মীপুরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে শহরের রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে প্রতিনিধি সভার এ দোয়া অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির আয়োজনে পার্টির ভারপ্রাপ্ত জেলা সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যা।
এসময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও প্রতিনিধি সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় চেয়ারম্যানসহ ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে প্রার্থীর নামের তালিকা চুড়ান্ত করার উপর গুরুত্বারোপ করা হয়।
এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ