জগন্নাথ দাস :
লক্ষ্মীপুরে পিকআপভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী মিজানুর রহমান রুবেল নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) বেলা ১১ টায় লক্ষ্মীপুর সড়ক বিভাগ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রামগতি-লক্ষ্মীপুর সড়কের পেট্রোল পাম্প এলাকায় রাস্তায় শুয়ে ও মিয়া রাস্তার মাথা নামক স্থানে গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে রামগতির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাম্বার বিহীন একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে এসে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী রুবেলকে চাপা দেয়। এসময় পিকআপ ভ্যানের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করেন। এসময় ওই রুটে চলাচলকৃত সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সদর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেনসহ অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত রুবেল পৌর শহরের আবির নগর এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে ও দক্ষিন টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
সদর থানার ওসি তদন্ত মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ