নিউজ ডেস্ক :
গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল মাঠে দিনব্যাপী পিঠা উৎসব পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) সকালে আনুষ্ঠানিকভাবে এ পিঠা পুলি উৎসবে উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আবদুল করিম প্রমূখ।
উৎসবে গ্রাম বাংলার বিভিন্ন পিঠার পসরা নিয়ে প্রায় শতাধিক স্টল অংশ নেয়। পিঠা উৎসবে স্থান পায় জিরা পিঠা, ভাপা, নকশি, বিস্কুট পিঠা, চিতই, পাঠিসাপটা, জামাই পিঠা, ডালের পিঠা ও তালের পিঠাসহ নানা ধরনের পিঠা। সকাল থেকে জমে ওঠা উৎসবে ভীড় জমান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
পিঠা উৎসব উদ্বোধন করলেন সালাহ্ উদ্দিন টিপু

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ