জগন্নাথ দাস :
লক্ষ্মীপুর ৩ সদর আসনের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে শনিবার মধ্যরাতে দূর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক মারা গেছে। এ ঘটনায় স্থানীয় রাকিব হোসেন ও জহির নামের দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত যুবক মহাজোটের কর্মী হিসেবে দাবী করছেন আওয়ামীলীগ নেতারা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা যায়, সদর উপজেলার বড়ালিয়া গ্রামের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে বেশ কয়েকটি ফাকা আওয়াজের শব্দ শুনেন স্থানীয়রা। এসময় আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকজন গুলিবিদ্ধ হন। এর কিছুক্ষন পর পাশ্ববর্তী একটি ডোবায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যানও আওয়ামীলীগ নেতা আহসানুল কবির রিপন জানান, অতর্কিত সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ কর্মী নিহত ও ছাত্রলীগের দুই নেতা গুলিবিদ্ধ হন। তাৎক্ষনিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার তদন্ত চলছে বলে জানান।
লক্ষ্মীপুরে দূর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আরো দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ নিহত যুবক যুবলীগ কর্মী দাবী মহাজোট প্রার্থীর

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ