নিউজ ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনের মধ্যে ৩টিতেই মহাজোটের প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। চিঠি পেলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে তরীকত ফেডারেশন থেকে আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন খাঁন, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) জেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিকল্পধারা একাংশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান। এদিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও জেলা সভাপতি গোলাম ফারুক পিংকুকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়। এছাড়া লক্ষ্মীপুর-৪ রামগতি আসন থেকে আওয়ামীলীগের বর্তমান সংসদ মোহাম্মদ আব্দুল্লাহকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে দলীয় সুত্রে জানা যায়।
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ