নিউজ ডেস্ক:
মনোনয়নের চিঠি নিয়ে ভোটের মাঠে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু। সোমবার (২৬ নাভেম্বর) বিকালে ঢাকা থেকে লক্ষ্মীপুরের হাজিরপাড়া নিজ গ্রামের বাড়ীতে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন আওয়ামীলীগের এ নেতা। এসময় তার ভক্তরাও তাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করেন।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, ‘দীর্ঘ ত্যাগ তীতিক্ষা ও ১৮ বছর সাধনার পর জননেত্রী শেখ হাসিনা আমাকে মুল্যায়ন করে মনোনয়ন চিঠি দিয়েছেন। এতে আমি খুব আনন্দিত ও মহা খুশি। এমপি হলে মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরলস কাজ করবো। দলীয় নেতা-কর্মীদের মুল্যায়ন করা হবে। সরকারের উন্নয়ন বরাদ্ধ থেকে এক পয়সাও নেবনা।’
তিনি আরো বলেন, ‘লক্ষ্মীপুর-৩ সদর আসনে ১২ টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন পূর্বাঞ্চলে। আমাকে মনোনয়ন দেয়া হলে এ ৮টি ইউনিয়নের মানুষ দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিবেন বলে বিশ্বাস করছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করছি।’
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ