ডিসেম্বর ১২, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে ৪টি আসনের ৩টিতেই মহাজোটের প্রার্থী

 

নিউজ ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনের মধ্যে ৩টিতেই মহাজোটের প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। চিঠি পেলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে তরীকত ফেডারেশন থেকে আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন খাঁন, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) জেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিকল্পধারা একাংশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান। এদিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও জেলা সভাপতি গোলাম ফারুক পিংকুকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়। এছাড়া লক্ষ্মীপুর-৪ রামগতি আসন থেকে আওয়ামীলীগের বর্তমান সংসদ মোহাম্মদ আব্দুল্লাহকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে দলীয় সুত্রে জানা যায়।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author