নিউজ ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরে বিএনপি। বুধবার (৩১ অক্টোবর) সকালে জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া, সদর বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাধারন সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত কর্তৃক ঘোষিত রায়কে সরকারের ফরমায়েশি রায় হিসাবে আখ্যা দিয়ে তা প্রত্যাখান করে বেগম জিয়ার মুক্তি দাবী জানান। যুক্তফন্ট কর্তৃক ঘোষিত ৭ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদেরকে রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান বক্তারা।
লক্ষ্মীপুরে বিএনপির মানববন্ধন কর্মসুচি

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ