নিউজ ডেস্ক :
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এ প্রতিপাদ্যকে ধারণ করে লক্ষ্মীপুরে বাংলাদেশকে পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র গঠনের শপথ করা হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন জেলা শাখার উদ্যোগে এ শপথ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল শপথ বাক্য পাঠ করান। এতে সংগঠনের জেলা সমন্বয়ক সাহিদুজ্জামান সৈকতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক ইয়াছীন আরাফাত পাবেল, তরুন লেখক তকী উদ্দিন মুহাম্মদ আকরাম, কামাল উদ্দিন, রাজিব হোসেন রাজু, নজির আহমদ, নাট্যকর্মী শান্তন দাস প্রমুখ। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্ন কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় সংগঠনের অর্ধশতাধিক তরুন-তরুনীরা শহরের উত্তর তেমুহনী থেকে চকবাজার পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালান।
বাংলাদেশকে পরিচ্ছন্ন ও আদর্শ রাষ্ট্র গঠনের শপথ

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ