নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুর-৪ আসনের ( রামগতি ও কমলনগর) সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘সর্বক্ষেত্রে সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ আসনে উন্নয়ন কর্মকান্ডে সন্তুষ্ট মানুষ। এখানে আমার প্রতিদ্বন্ধি কেউ আছে বলে মনে করছিনা। কারণ এলাকার সবচাইতে বড় সমস্যা নদী ভাঙ্গণ রোধ করাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে। তাই এখানকার মানুষ বিকল্প কাউকে চিন্তা করেনা।
সম্প্রতি লক্ষ্মীপুর নিউজের সাথে এক সাক্ষাতকারে তিনি আরো বলেন, আসম আব্দুর রব সাহেব মন্ত্রী থাকাকালীন সময়ে যা করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা তা করেছি। রব এখন বিএনপি জোটের সাথে মিলেছে। তাতে আমার নির্বাচনে কেন প্রভাব পড়বেনা। এতে আরো বেশী সুবিধা হয়েছে, কারণ এখানে বিএনপি’র এমপিও ছিল তারা কি করেছে তা এলাকার মানুষ জানেন। আগামী সংসদ নির্বাচনে ৫০ হাজার ভোট বেশী পেয়ে নৌকা বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
উন্নয়নে সন্তুষ্ট মানুষ প্রতিদ্বন্ধি কেউ নেই : আব্দুল্লাহ

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ