নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল । এর আগে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এতে অংশগ্রহণ করেন। পরে জেলা কালেক্টরেট ভবনের সামনের ড্রীল সেডে ‘বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, অতিরিক্ত সচিব সৈয়দা সারওয়ার জাহান, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন। উন্নয়ন মেলায় বঙ্গবন্ধু কর্ণার, মুক্তিযোদ্ধা কর্ণারসহ মোট ৭৫টি স্টল বসে।
লক্ষ্মীপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ