নিউজ ডেস্ক :
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসভবনে বিএনপি’র সমন্বয় সভায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় ওই বাসার দরজা-জানালা চেয়ার ও বাড়ির সামনে থাকা বিএনপি নেতাকর্মীদের ১০টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় এ্যানি বাসায় ছিলেন না। এ ঘটনায় বিএনপি’র কোন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর পৌর বিএনিপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সাবেক সাংসদ এ্যানির বাসভবনে দলীয় সমন্বয় সভা চলছিল। এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন বিএনপি নেতা নিজাম উদ্দিন ভুঁইয়া ও এ্যানি। এসময় বিএনপি নেতাকর্মীরা বাসার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা, প্লাস্টিকের চেয়ার ও বাসার সামনে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, এ্যানির বাসভবনে হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত নয়। তাদের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে দলীয় কমিটিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির বাসভবনে হামলা, ১০টি মোটর সাইকেল ভাঙচুর , ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ এ্যানির
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন