নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপনের দেড় বছর পর সদর হাসপাতালের ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকালে হাসপাতাল প্রাঙ্গণে ৩৫ কোটি টাকা ব্যায়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাকছুদ কামাল, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আগামী মাসে লক্ষ্মীপুরে নৌবন্দর স্থাপনের আনুষ্ঠানিকতা ও ঢাকা-টু লক্ষ্মীপুর লঞ্চ চলাচল হতে পারে। মজু চৌধুরীর হাটকে অর্থনৈতিক জোন ঘোষনা করা হবে বলে জানান তিনি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের ২৫০ শয্যার নির্মাণ কাজের উদ্বোধন
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন