নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানবন্ধন করেছে জেলা বিএনপি। জেলা শহরে অবস্থিত বিএনপি নেতা এ্যানির বাসভবন প্রাঙ্গণে সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করে তারা। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি’র সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন প্রমুখ।
মানববন্ধন শেষে জানতে চাইলে গণমাধ্যমকে এ্যানি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি এখন আর আইনি প্রক্রিয়ায় হবেনা, এখন দেশব্যাপী আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। দেশবাসী একটা ক্লান্তিকাল অতিক্রম করছে, দেশনেত্রী ভুয়া, মিথ্যা সাজানো মামলায় আজকে কারাগারে। আমাদের উদ্যেশ্য তাকে মুক্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনে যাওয়া।’
খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র মানববন্ধন

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ