নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে “সড়ক দূর্ঘটনা রোধকল্পে করণীয়” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন যানবাহনের চালক ও মালিকরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের সহ-কারি পরিচালক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ট্রাফিক পুলিশ পরিদর্শক মামুন আল আমিন প্রমুখ।
কর্মশালায় সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলাসহ নানা বিষয় তুলে ধরেন বক্তারা। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে গাড়ীর রেজিস্ট্রেশন করানো ও চালকের লাইসেন্স করানোর আহবান জানানো হয়।
লক্ষ্মীপুরে “সড়ক দূর্ঘটনা রোধকল্পে করণীয়” শীর্ষক কর্মশালা
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন