নিউজ ডেস্ক :
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে বলেন, ‘বাংলাদেশের মাটিতে গণতন্ত্রকে সুসংগত ও টিকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে সংলাপ করতেই হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে অধিকার ছিনিয়ে আনবে জনগণ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সে লক্ষ্যে আলোচনায় বসুন, সংলাপ করুন।’
তিনি আরো বলেন, ‘অন্ধকারের মধ্যে খালেদা জিয়াকে সাজা দেওয়ার পরিকল্পনা চলছে। কিন্তু তা দেশের মাটিতে সম্ভব হবে না। রক্তচক্ষু দেখিয়ে খালেদা জিয়ার মুক্তি ঠেকানো যাবে না।’
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডের বশির ভিলা প্রাঙ্গনে বিএনপি নেতা এ্যানি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে বিএনপি’র জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
আন্দোলনের মাধ্যমে অধিকার ছিনিয়ে আনবে জনগণ : এ্যানি

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ