নভেম্বর ২৫, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরের রায়পুরে আলী আকবররের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরের উপজেলার চর বংশী বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
এর আগে গত শুক্রবার সকালে জমি সংক্রান্ত বিরোধে চর বংশি গ্রামের আসাদ উল্লাহর ছেলে আলী আকবরকে কুপিয়ে হত্যা করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য আবু তাহের, আব্দুল মালেক গাজী, এডভোকেট মনিরুল ইসলাম, আলী আকবরের বড় ছেলে তৌহিদুল ইসলাম প্রমুখ।
এঘটনায়, আলী আকবরের বড় ছেলে তৌহিদুল ইসলাম বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে রায়পুর থানায় একটি হত্যা মামলা করে। ঘটনার দিন ৩ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, উপজেলার চরবংশী গ্রামের নুরুল ইসলামের সঙ্গে আলী আকবরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার সকালে নুরুল ইসলাম, তার ছেলে জসিম ও জুয়েল ওই জমির গাছ থেকে ডাব পাড়তে আসে। এসময় আলী আকবর বাঁধা দেয়। বাকবিতন্ডার একপর্যায়ে তারা আলী আকবরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে থেকে দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author