নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) বিকালে জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় কুশাখালী ইউনিয়ন ও উত্তর জয়পুর ইউনিয়ন মুখোমুখি হন। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় মো. রায়হান ও ১২ মিনিটে ইমাম হোসেনের পা থেকে জালে বল ঢুকিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় কুশাখালী। খেলার শেষ পর্যন্ত ৪-০ গোলে উত্তর জয়পুরকে পরাজিত করে তারা।
এর আগে দেশাত্ববোধক গান, জাতীয় সঙ্গিত পরিবেশন, বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলী প্রমুখ।
এ টুর্ণামেন্টে সদর উপজেলার ২১ টি ইউনিয়নের ২১ টি দল অংশ গ্রহণ করবে।
উদ্বোধনী দিনে ২য় ম্যাচে মুখোমুখি হন চন্দ্রগঞ্জ ও বশিকপুর ইউনিয়ন।
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন