নিউজ ডেস্ক :
পাবনায় সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার (২৯ আগস্ট) দুপুরে ক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আব্দুল মালেক, কালের কন্ঠের জেলা প্রতিনিধি কাজল কায়েস, বাংলানিউজের স্টাফ করেসপন্টেড সাজ্জাদুর রহমান সাজ্জাদ, লক্ষ্মীপুর কন্ঠের সম্পাদক রফিকুল ইসলাম, আরটিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, যমুনা টিভির আনিস কবির, সাংবাদিক আজিজুল হক, আনোয়ারের রহমান বাবুল, হাবিবুর রহমান সবুজ, জহিরুল ইসলাম শিবলু প্রমুখ। মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
এদিকে সাংবাদিকদের সাথে একাত্মতা পোষন করে মানববন্ধনে অংশ নেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা বিএমএর সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, ব্র্যাক প্রতিনিধি ফারুক হোসেন।
এসময় বক্তারা বলেন, বিগত দিনে সাগর-রুনিরসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার হলে আজ আবার পাবনার সাংবাদিক সুবর্ণাু নদীকে প্রাণ হারাতে হত না। অবিলম্বে নদী হত্যার খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
পাবনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ