নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুর জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ বিশিষ্টজনরা ঈদের নামাজ আদায় করবেন যেসব মাঠে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল সদর উপজেলার লাহারকান্দি ফরিদিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব নামাজ আদায় করবেন রামগতি উপজেলার নিজ বাড়ী সংলগ্ন রাস্তার হাট জামে মসজিদে। সংসদ সদস্য (রামগতি ও কমলনগর) মোহাম্মদ আব্দুল্লাহ নামাজ আদায় করবেন আলেকজান্ডার ঈদগাহ মাঠে। বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নামাজ আদায় করবেন সোনা মিয়াহ ঈদগাহ মাঠে। লক্ষ্মীপুর কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু নামাজ আদায় করবেন সদর উপজেলার হাজিরপাড়া মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এন আহম্মদীয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবু তাহের ঈদের নামাজ আদায় করবেন শহরের দায়রা বাড়ীর জামে মসজিদে। কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করবেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ্জাহান, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ এম আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, এনডিসি মো. খবিরুল আহসান। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু নামাজ আদায় করবেন দায়রা বাড়ী জামে মসজিদে। জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক এ্যাড. নূরুল হুদা পাটওয়ারী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ঈদের নামাজ আদায় করবেন কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল ঈদের নামাজ আদায় করবেন ঐতিহ্যবাহী টুমচর ঈদগাহ ময়দানে।
বিশিষ্টজনরা ঈদের নামাজ আদায় করবেন যেসব স্থানে
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন