নিউজ ডেস্ক :
কাতার প্রবাসী মো. সবুজকে আনতে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর যাওয়ার পথে ফেনীতে সড়ক দূর্ঘটনা নিহত হয়েছে একই পরিবারের ৫ জনসহ ৬ জন। এ ঘটনায় নিহতদের গ্রামের বাড়ী লক্ষ্মীপুর সদর উপজেলার মটবী গ্রামে চলছে এখন শোকের মাতম। একই সাথে পরিবারের ৫ সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে।
জানা যায়, তিন বছর পর কাতার ফেরৎ প্রবাসী সবুজকে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর থেকে আনতে একটি মাইক্রোবাস ভাড়া করে পরিবারের সদস্যরা। পরে পরিবারের ১৩ সদস্যকে নিয়ে মাইক্রোবাসটি রবিবার দিবাগত রাত ০১ টার দিকে রওয়ানা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। রাত আনুমানিক আড়াইটার দিকে মাইক্রোবাসটি ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পৌছালে গরু বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক আব্বাছ মিয়া, প্রবাসী সবুজের ২ শিশু পুত্র শুভ ও নোমান, শ্বাশুড়ী জাহানারা বেগম, ভায়রার মেয়ে পপি আক্তার ও বোন রুনা আক্তারসহ ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মাইক্রোবাসের আরো ৭ যাত্রী আহত হয়। আহতদের ফেনী ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্বজন ও এলাকাবাসীর দাবী নিহতদের পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায়।
ফেনীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৬ জনের লক্ষ্মীপুরের গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন