নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মো. আলী (৫) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। নিহত মো. আলী ও ইয়ামীন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
নিহতের স্বজন আমির হোসেন ও মো. মিজান জানান, বাড়ীর পাশের একটি পুকুর বালি দিয়ে অর্ধ বরাট করা হয়। দুপুরে ওই শিশুরা পকুর পাড়ে খেলতে যায়। এসময় কোন একজন পুকুরে পড়ে বালিতে তলিয়ে যায়। অপর দুইজন তাকে উদ্ধার করতে গিয়ে তারাও ডুবে যায়। কিছুক্ষন পরে স্থানীয় জনৈক ব্যাক্তি ওই পুকুরে এক শিশুর মাথা ভাসতে দেখেন। পরে একে একে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। বিকেলে নিহত শিশুদের নামাজে জানাজা শেষে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন