নিউজ ডেস্ক :
বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে শোক র্যালি ও আলোচনাসভা করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার (১৭ আগস্ট) বিকালে শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্ত্বর থেকে র্যালি শুরু করে শহর প্রদক্ষিন করে। পরে উত্তর তেমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিকম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। সভায় জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়, এম এ মমিন পাটওয়ারী, আব্দুল মতলব। আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, আব্দুর জব্বার লাভলু, মীর শাহাদাত হোসেন রুবেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস, আশ্রাফুল আলম্ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির চেষ্টা চালাচ্ছে সরকার। খুব শীঘ্রই তাদের দেশে এনে ফাঁসি কার্যকর করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছেন বলে জানান তিনি।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন