নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে বাল্যবিবাহ, যৌন হয়রানি, মাদককে লাল কার্ড, দেশ প্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখিয়ে শপথ নিয়েছে পাঁচ শতাধিক ছাত্রী। বৃহস্পতিবার (০৯ আগষ্ট) সকালে শহরের বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে সামাজিক নানা ব্যাধি নিয়ে অনুষ্ঠিত এক সভায় শপথ নেন তারা। অনুষ্ঠানটি আয়োজন করেন শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল প্রমুখ।
জানতে চাইলে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল বলেন, গত ৮মার্চ পঞ্চগড়ের তেতুলিয়া থেকে টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে ভ্রাম্যমাণ এ সফর পরিচালনা করে আসছেন। ৫৯তম জেলা হিসেবে বৃহস্পতিবার লক্ষ্মীপুরে কার্যক্রম পরিচালনা করা হয়। ৬০তম জেলা হিসেবে চট্রগামে আগামী শনিবার কার্যক্রম পরিচালনা করা হবে।
সামাজিক ব্যাধি প্রতিরোধে সভা লক্ষ্মীপুরে বাল্যবিবাহ না করার শপথ ছাত্রীদের

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ