নিউজ ডেস্ক :
রাজধানীতে নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে ও সারাদেশে বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার (০৯ আগষ্ট) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সহ-সভাপতি এম জে আলম, সাংবাদিক আজিজুল হক, হোসেন আহমদ আহমদ শাহাজাহান, হাবিবুর রহমান সবুজ, সাইফুল ইসলাম স্বপন, ইসমাইল হোসেন জবু, নিজাম উদ্দিন, সাজ্জাদুর রহমান,এ কিউ এম শাহাবুদ্দিন, আনোয়ারের রহমান বাবুল, জহিরুল ইসলাম শিবলু, আনিস কবির, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন রানা, কাজী মাকসুদ, আলী হোসেন, এস এম মিলন, ফারুক হোসেন, রবিউল ইসলাম, আজিজুর রহমান আজম প্রমুখ।
এসময় বক্তারা সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন।
এসময় জেলার কর্মরত অর্ধশতাধিক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ