নিউজ ডেস্ক :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’ পালন উপলক্ষে লক্ষ্মীপুরে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। বুধবার ( ০১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ‘জাতীয় শোক দিবস’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকবাল হোসেন, লক্ষ্মীপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলি প্রমুখ।
এসব কর্মসূচী বাস্তবায়নের প্রায় ৭টি উপ-কমিটির গঠন করা হয়েছে। এছাড়াও ১৫ আগস্টের কর্মসূচীকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন।
লক্ষ্মীপুরে ‘জাতীয় শোক দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতি সভা
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন