নভেম্বর ২২, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

নিউজ টোয়েন্টিফোর আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতি অর্জন করেছে : বিমান মন্ত্রী

নিউজ ডেস্ক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‘২৪ ঘন্টার খবর পরিবেশনের মাধ্যমে নিউজ টোয়েন্টিফোর দেশের ১৬ কোটি মানুষের মন জয় করে আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতি অর্জন করেছে।
সুন্দর, সাবলীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় কর্তৃপক্ষসহ চ্যানেলটির সকল সাংবাদিককে অভিনন্দন জানিয়ে মন্ত্রী আরো বলেন, আগামীতে নিউজ টোয়েন্টিফোর দেশের শ্রেষ্ঠ টেলিভিশন চ্যানেল হবে বলে আশা করছি’।
লক্ষ্মীপুরে শনিবার (২৮ জুলাই) সকালে নিউজ টোয়েন্টিফোরের ৩য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি জাকির হোসেন ভূইয়া আজাদ, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু।
আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা এম জে আলম, আব্দুল মালেক, আক্তার আলম, ইসমাইল হোসেন জবু, জহিরুল ইসলাম শিবলু, নাজিম উদ্দিন রানা, মো. জহির উদ্দিন, আনোয়ার রহমান বাবুল।
সাংবাদিক মাহবুবুল ইসলাম ভূইয়া, নিজাম উদ্দিন, মহি উদ্দিন ভূইয়া মুরাদ,হাবিবুর রহমান সবুজ, রফিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আতোয়ার রহমান মনির, আনিস কবির, পলাশ সাহা, শাকের মোহাম্মদ রাসেল, আবু জাকের রাবেত, আজিজুর রহমান আযম, মাসুদুর রহমান ভূট্টো, রাকিব হোসেন রনি, আরিফ হোসেন, মোহন, ফরহাদ, ফয়জুল আজিম শিশির, তাপস সাহা, রবিউল ইসলাম খান, শহিদুল আলম বাবু, নুর আহমদ মিলন, মিজানুর রহমান, দিদার এলাহী, রাফি, ইসমাইল হোসন রবিন, আব্দুল মাজেদ সফিক, নজির, জুনায়েদ, সোহেল রানা, রাজিব হোসেন। দর্শক ফোরাম সদস্য নাসির উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. হারুনুর রশিদ, ফিরোজ আলম, জগন্নাথ দাস, শরীফ হোসেন, শুভ, রাশেদ, মেহরাব তফু প্রমুখ। পরে প্রধান অতিথি বর্ষপূতি উৎসবের কেক কাটেন।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা মোটর সাইকেল শোভাযাত্রায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author