নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে ৪৭ পাউন্ড ওজনের কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৭তম জন্মদিন পালন করেছে জেলা যুবলীগ। শুক্রবার (২৭ জুলাই) সকালে দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে জয়ের জন্মদিনের কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর জব্বার লাভলু, মোফাচ্ছের হোসেন চুন্নু, রাকিব হোসেন লোটাস প্রমুখ। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে অন্যরকম আনন্দে মেতে উঠেন দলীয় নেতা কর্মীরা।
বক্তারা সজীব ওয়াজেদ জয়ের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।
পরে সবার মাঝে জন্মদিনের কেক পরিবেশন করা হয়।
লক্ষ্মীপুরে সজীব ওয়াজেদ জয়ের ৪৭তম জম্মদিন পালন

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ