নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন ৫টি রেস্তোরা বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় ৩ রেস্তোরা মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায়সহ শহরের কলেজ রোডস্থ বাটারফ্লাই ফুড এন্ড চাইনিজ রেস্তোরায় সিলগালা করা হয়। বুধবার (২৫ জুলাই) বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে চাইনিজ রেস্তোরার ব্যবসা করে অসছিল তারা। এসব প্রতিষ্ঠানে অসামাজিক কার্যকলাপসহ ভোক্তা অধিকার সংরক্ষন হচ্ছেনা এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। শহরের সেন্ট মার্টিন রেস্তোরায় ২০ হাজার টাকা, কুটুম বাড়ী ৫ হাজার টাকা, ম্যাগফাই থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায়সহ গার্ডেনিয়া রেস্তোরা সাময়িক বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এসময়ে বাটারফ্লাই ফুড এন্ড চাইনিজ রেস্তোরা সিলগালা করে দেওয়া হয়।
ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লক্ষ্মীপুরে অনুমোদনহীন ৫টি রেস্তোরা বন্ধ ও জরিমানা
Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে