নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুরে র্যাবের অভিযানে মাদকসহ দেলোয়ার হোসেন মাইকেল ও লিটন নামের দুই সহোদরকে নিজেদের বাসভবন থেকে আটক করা হয়েছে। সোমবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর গ্রাম থেকে তাদের আটক করে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ১২৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও নগদ ১৫ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে দেলোয়ার হোসেন মাদক স¤্রাট ও তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। আটককৃতরা স্থানীয় আবুল কালামের ছেলে।
র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার নরেশ চাকমা মাদকসহ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
লক্ষীপুরের রায়পুরে ৯ টি দোকান পুড়ে ছাই ক্ষতি ৫০ লক্ষ টাকা