নভেম্বর ২১, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্সে র‌্যাব : নরেশ চাকমা

নিউজ ডেস্ক:
সিপিসি-৩, র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার নরেশ চাকমা লক্ষ্মীপুর নিউজের সাথে একান্ত সাক্ষাতকারে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্সে রয়েছে র‌্যাব। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা সংস্থার তালিকা অনুযায়ী অভিযানচলছে এবং চলবে। মাদক ও সন্ত্রাস সম্পর্কে তথ্য দিয়ে র‌্যাবকে সহযোগীতা করুন। তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে। জেলায় পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের তথ্যমতে ১৫০ জন মাদক ব্যবসায়ী রয়েছে। র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই মারা গেছে, কিছু সন্ত্রাসী এখনো আছে, এসব সন্ত্রাসীদের ধরতে কাজ করছে র‌্যাব। জনগণের সহযোগীতায় ওই সব সন্ত্রাসীদেরও ধরা হবে। সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র সম্পর্কেও র‌্যাবকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author