নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে তিন ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে দুই বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (২১ জুলাই) বিকালে মাদ্রাসা থেকে সিএনজি যোগে বাড়ী ফেরার পথে সদর উপজেলার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। অপহরণের চেষ্টা কারীরা টুমচর গ্রামের বাসিন্দা মোক্তার ও রুবেল।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, টুমচর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেনীর ৩ ছাত্রী মাদ্রাসা থেকে সিএনজি অটোরিক্সা যোগে বাড়ী ফিরছিলেন। এসময় চালক ও সিএনজি অটোরিক্সা মালিকসহ আরো ৩ জন ওই গাড়ীতে ছিলেন। তারা ছাত্রীদের যেখানে নামিয়ে দেওয়ার কথা সেখানে না নামিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। এসময় এক ছাত্রী গাড়ী থেকে লাফ দিয়ে চিৎকার দেন। কিছুক্ষনের মধ্যে সিএনজিটিসহ দুই যুবককে আটক করে স্থানীয়রা। এর আগে আগে একজন পালিয়ে যান। পরে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন লোলার সহযোগিতায় তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রীদের অপহরণকালে দুই বখাটে যুবক আটক

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ