নভেম্বর ২১, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

সীমাবদ্ধতার মধ্যেও জনগনকে উত্তম সেবা দেওয়া যায় : অঞ্জন চন্দ্র পাল

নিউজ ডেস্ক :
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেছেন, ‘ আমাদের সীমাবদ্ধতা রয়েছে ঠিক এরমধ্যেও কিন্তু জনগণকে উত্তম সেবা দেওয়া যায়। সকল ভালোকে গ্রহন ও খারাপকে বর্জন করতে হবে। আগামী সংসদ নির্বাচনের আগে জেলার সকল রাস্তাঘাট সংস্কার করতে হবে। তা নাহলে ভোটে এর প্রভাব পড়বে, সরকারের সকল অর্জন কাজে আসবেনা। বাজার স্থীতিশীল রাখতে হবে। ভেজাল ঔষধ বিক্রি বন্ধ করতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। নিজ নিজ দপ্তরে নিজেদের অবস্থান থেকে কাজ করতে হবে।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর সতর্ক থাকতে হবে, কারন আমার কাছে তথ্য রয়েছে নিয়োগের নামে কেউ কেউ বাণিজ্য করছেন। এতে করে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এসব নিয়োগে কোন অনৈতিক লেনদেন হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ডিসি।’
গ্রামীণ রাস্তাগুলোর প্রকল্প তদারকি, খাল খননের কাজ পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চালুনির্দেশ দেন জেলা প্রশাসক। শিক্ষ প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা নিশ্চিত করণ, মিড-ডে মিল চালু করণ ও মাল্টি মিডিয়া ক্লাস রুমের উপর গুরুত্বারোপ করা হয় সভায়।
লক্ষ্মীপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক (জুলাই ২০১৮) সভায় রবিবার (১৫ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব কথা বলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author