নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেছেন, মাদক মুক্ত লক্ষ্মীপুর চাই, মাদক সেবীসহ সকল অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মাদক থেকে ছাত্র ও যুব সমাজ দূরে থাকতে হবে। মাদকের কুফল একটি পরিবার, একটি সমাজ ও একটি রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারে অব্যাহত অভিযানের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হবে। অপরাধ দমনে জিরো টলারেন্সে থাকবে পুলিশ। সোমবার (১৬ জুলাই) রামগঞ্জ সরকারি কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লক্ষ্মীপুরের পুলিশ প্রধান। এদিকে (মঙ্গলবার) ১৭ জুলাই লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার নিয়ে পর্যালোচনা করে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন তিনি। এসময় সকল থানার অফিসারদের মধ্য থেকে বিভিন্ন পদবীর অফিসারবৃন্দকে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়। এছাড়াও লক্ষ্মীপুর জেলায় কর্তব্যরত অবস্থা থেকে অবসরে যাওয়া তিন জন পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) পংকজ কুমার দে, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ইমরানুল হোসেন ও সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
More Stories
৮০ তম জম্মদিনে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন এম আলাউদ্দিন
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অপহরণ করে হত্যার চেষ্টা, আটক-১
এমপি আউয়ালসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল