ডিসেম্বর ৪, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

‘২০৩০ সালের মধ্যে ৫০ লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’

 

নিউজ ডেস্ক :
‘২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া প্রকল্পে প্রশিক্ষনের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশে ৫ লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। যা পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে ৫০ লাখ দক্ষ জন শক্তিতে রুপান্তরিত হবে।’ এসব প্রশিক্ষণ প্রাপ্তদের ৩০ ভাগ থাকবে নারী। এর মধ্যে ৭০ ভাগ মানুষ প্রশিক্ষণ শেষে নিশ্চিত কর্ম সংস্থানের সুযোগ পাবে।’
সরকারের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইফ) প্রকল্পের সামাজিক প্রচারভিযানের অংশ হিসেবে
বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের হল রুমে এক কর্মশালায় এ তথ্য জানা যায়।
দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে পায়াক্ট বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালায় ‘সেইফ’ এর বিশেষজ্ঞ ও অর্থ মন্ত্রাণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব সত্যজিত কর্মকার প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম, সহকারি কমিশনার খবিরুল ইসলাম, ফাতেমাতুজ জোহরা উপমা, সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষবৃন্দ, স্থানীয় এনজিও প্রতিনিধি ও জন প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author