স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে সরকারি ৫৫ টি দপ্তরের মধ্যে ৫৩ টির ওয়েব পোর্টাল হালনাগাদ নেই। এতে করে তথ্য সেবা বঞ্চিত হচ্ছে মানুষ। ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাদের ওয়েব পোর্টাল হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল। তবে বৃহস্পতিবার (২১ জুন) তথ্য অধিকার আইন বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় এ নির্দেশনা দিলেও এখনো পর্যন্ত বেশীর ভাগ সরকারি দপ্তরগুলো তা পালন করেনি।
ওই সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল ইসলাম, মীর শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল হাসান, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলার সকল সরকারি দপ্তর প্রধান ও সহকারি কর্মকর্তাবৃন্দ।
এদিকে এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর কার্যালয়সহ বেশীর ভাগ সরকারি অফিসে অনিয়মই এখন নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব দপ্তরের কার্যক্রমে ও কিছু কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
ওয়েব পোর্টাল হালনাগাদ করার তাগিদ মানছেনা কেউ
Please follow and like us:
More Stories
ওয়েব সাইট টিউটোরিয়াল