নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে ৩১ সদস্য বিশিষ্ট রামগতি উপজেলা ও ২৯ সদস্য বিশিষ্ট রামগতি পৌর শাখা যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ জুন) বিকালে লক্ষ্মীপুর জেলা যুবলীগের কার্যালয়ে এক সভায় জেলা সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান কমিটি অনুমোদন করেন।
উপজেলা কমিটিতে মেজবাহ উদ্দিন হেলালকে আহবায়ক, শাহ মো. রাকিব ও মো. ওসমান গণিকে যুগ্ম আহবায়ক করা হয়। একই সময়ে পৌর কমিটিতে মুহাম্মদ জিয়া উদ্দিন (জিপু)কে আহবায়ক করে শামীম আহমেদ প্রিন্স ও কাউছার আহমেদ রুবেলকে যুগ্ম আহবায়ক করে কমিটি দেয় জেলা শাখা।
এসময় জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও ভুমি দখলের বিরুদ্ধে অবস্থান করতে হবে। কারো বিরুদ্ধে কোন অভিযোগ পেলে দল থেকে বহিস্কার করা হবে। একই সাথে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে নিরলস কাজ করার আহবান জানান তিনি।
রামগতি উপজেলা ও পৌর যুবলীগের নতুন কমিটি গঠন

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ