লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল বলেছেন, ‘সরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে ঘরে বসে থাকবেন তা হবেনা। জনগণের সেবা করতে হবে। তাই প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারি যার যার যে দায়িত্ব তা পালন করতে হবে। সবার দৃষ্টি ভঙ্গি এক নয়, এ জন্য অফিস প্রধানরাও মাঠে যেতে হবে। প্রতিমাসে সরকারি বরাদ্ধকৃত ১০০ থেকে ১৮০ লিটার তেল ঘরে বসে আর নিজেদের সন্তানদের স্কুলে পাঠিয়ে শেষ করলেই দায়িত্ব শেষ নয় এবং তা করা যাবেনা। সংশ্লিষ্ট দপ্তরগুলোর চলমান সমস্যা সমাধান করে নিজেদের জনগণের সেবায় নিয়োজিত করতে হবে।’
সম্প্রতি জেলা উন্নয়ন সভায় জেলা প্রশাসক লক্ষ্মীপুরের সকল সরকারি কর্মকর্তা কর্মচারিদের উদ্যেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অন্যান্য জেলা থেকে লক্ষ্মীপুর আসলে মনে হয় এটি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। চন্দ্রগঞ্জ থেকে রায়পুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা বিরাজ করছে এখন। পাশের জেলা নোয়াখালীতে গাড়ী চলে ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে, আর লক্ষ্মীপুরে মুল সড়কের বিভিন্নস্থানে চলে মাত্র ১ কিলোমিটার গতিতে। এতে করে সরকারের প্রতি এ জেলার মানুষের বিরুপ প্রভাব পড়ছে। শুধু এ জেলার মানুষ নয় পুরো দক্ষিাঞ্চলের মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বর্তমানে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার এমন বেহাল অবস্থায় জেলার উন্নয়ন ও ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অথচ সংস্কার ও উন্নয়নে বরাদ্ধ হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফলতি ও তদারকির অভাবকে দায়ী করে দ্রুত এসব সমস্যার সামাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সরকারি সুবিধা নিয়ে বসে থাকলে হবেনা : অঞ্জন চন্দ্র পাল
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন