এপ্রিল ২৬, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে ৫ উপজেলার ৩ টিতে বিদ্রোহী প্রার্থীর জয়

 

নিউজ ডেস্ক :
তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে ৩টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। অপর ২ টিতে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ প্রার্থীরা। রবিবার (২৪ মার্চ) ভোট গণনা শেষে রাত ১০ টায় রিটার্ণিং কর্মকর্তা বেসরকাভিাবে এ ফলাফল ঘোষনা করেন।
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা।
লক্ষ্মীপুর সদর : চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী (দোয়াত কলম প্রতীক) জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু (২য় বার চেয়ারম্যান) ৫১ হাজার ২৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি নৌকা প্রতীকের আবুল কাশেম পেয়েছেন ৩৯ হাজার ৯৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব (বৈদ্যুতিক বাল্প প্রতীক) ২২ হাজার ৮২৮ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী খালেদা আক্তার (হাঁস প্রতীক) ৩১ হাজার ৬০১ ভোট পেয়ে বিজয়ী হন।

রামগঞ্জ: চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনির হোসেন চৌধুরী (নৌকা প্রতীক) ৮৭ হাজার ২৭০ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্ধন্ধি প্রার্থী (আম প্রতীক) নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৭০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে দেওয়ান বাচ্ছু (চশমা প্রতীক) ৬৯ হাজার ৫৫২ভোট পেয়ে বিজয় হন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন।

রায়পুর : চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মামুনুর রশীদ (নৌকা প্রতীক) ৩৭ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্ধন্ধি প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী (মটর সাইকেল প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২২১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মারুফ বিন জাকারিয়া (টিউব ওয়েল প্রতীক) ২৭ হাজার ২২৭ ভোট পেয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাজেদা বেগম (প্রজাপতি প্রতীক) ২০ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

রামগতি: চেয়ারম্যান পদে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ প্রতীক) ২০ হাজার ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্ধন্ধি আওয়ামীলীগের আব্দুল ওয়াহেদ (নৌকা প্রতীক) পেয়েছেন ১৫ হাজার ৯৪৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ রাহীদ হোসেন (টিউবওয়েল প্রতীক) ১৮ হাজার ৫৩৭ ভোট পেয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা আক্তার জোসনা (কলস প্রতীক) ১৬ হাজার ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

কমলনগর: চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বাপ্পি (দোয়াত কলম প্রতীক) ১৪ হাজার ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি নুরুল আমিন মাষ্টার (নৌকা প্রতীক) পেয়েছেন ১২ হাজার ৩৪৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুক সাগর (টিয়া পাখি প্রতীক) ১৩ হাজার ১৩০ ভোট পেয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের রোকসানা আক্তার রুক্স্রি ২৩ হাজার ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author