এপ্রিল ২৬, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

গ্রাম আদালতকে কার্যকর করতে হবে : অঞ্জন চন্দ্র পাল

নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেছেন, জনগনের সেবা নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরো কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসাররা তদারকি করতে নির্দেশও দেন জেলা প্রশাসক, বাল্য বিবাহ ও মাদকসহ অপরাধ কর্মকান্ড ঠেকাতে ও জনগণের ভোগান্তি কমাতে ভ্রাম্যামাণ আদালত পরিচালনার উপর গুরাত্তারোপ করেন তিনি। এদিকে গত মাসে জেলায় ৭টি খুন ও ৩টি অপহরণের ঘটনা দু:খজনক উল্লেখ করে খুনি অপরাধীদের প্রত্যেককে গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক। এছাড়া জেলার বিভিন্ন সমস্যা ও করনীয় নিয়ে দিক নির্দেশনা দেন জেলার কর্ণধার।
রবিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে লক্ষ্মীপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সিভিল সার্জন মোস্তাফা খালেদ আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, নারী নেত্রী ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ। এদিকে এমন একটি গুরুত্বপূর্ণ সভায় জেলার কোন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কেউ এবং জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের কোন জনপ্রতিনিধিকে দেখা যায়নি।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author