মার্চ ২৪, ২০২৫

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে দলিল বাতিল মামলায় আদালতের রায় বিবাদীর বিরুদ্ধে যাওয়ায় বাদীসহ তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানায় ভূক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী হনুফা খাতুন (৭০), তার ছেলে আব্দুল গণি ও পুত্রবধূ ফাতেমা আক্তার। হুমকির বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে ১০৭ ধারায় মামলা করে হনুফার ছেলে গণি।

ভূক্তভোগী হনুফা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের বকসি হাওলাদার বাড়ির মৃত মোহাম্মদ মিয়ার স্ত্রী।

অভিযুক্তরা হলেন রাখালিয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল, মুক্তার হোসেন, আবদুল মতিন, মো. দুলাল এবং পাশ্ববর্তী সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আরিফুর রহমান, হানিফ বেপারী ও নাছির আহমেদ।

সংবাদ সম্মেলনে হনুফা খাতুন ও তার বড় ছেলে আব্দুল গণি অভিযোগ করেন, বড় অংকের ব্যাংক ঋণ পাইয়ে দিতে হনুফার ছোট ছেলে হুমায়ুন কবিরকে অভিযুক্তরা কুবুদ্ধি দেয়। এতে কৌশলে হুমায়ুন তার মা হনুফা ও ভাই গণির কাছ থেকে তাদের জমি হেবা দলিল করে নেয়। একপর্যায়ে ওই জমি অভিযুক্তরা হুমায়ুনরে কাছ থেকে হেবা দলিল করে লিখে নেয়। ঘটনাটি জানতে পেরে হনুফা তার ছেলে হুমায়ুনকে দেওয়া হেবা দলিল বাতিলের জন্য লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন। আদালত হেবা দলিল বাতিল করে রায় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইসমাইলসহ অন্য অভিযুক্তরা বাদী হনুফাসহ তার ছেলেকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় গণি বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি আদালতে ১০৭ ধারায় রায়পুর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে আব্দুল গণি বলেন, ইসমাইলসহ অন্যরা আমাদের হুমকি দিচ্ছে। তারা জমি ফেরত না পেলে আমাদের হত্যা করবে। রোববার (২ মার্চ) রাখালিয়া বাজারে আমার দোকানে এসে তারা হুমকি দিয়েছে। এ বিষয়ে আমরা প্রতিকার চাই।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author

আরও পড়ুন