ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে শিক্ষকদের দাবি আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ এই স্লোগানে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ অক্টোবর বিকাল ৫ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান এর নিকট স্মারকলিপি প্রদান করেন পক্ষে প্রাথমিক শিক্ষক সমিতি। মানববন্ধনে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে এক দফা, এক দাবি জানিয়ে অংশ নেয় শিক্ষকরা।

এসময় শিক্ষকরা বলেন, প্রাথমিকের শিক্ষকরা সকল ক্ষেত্রে অবহেলিত। শিক্ষা ক্ষেত্রে ভিত্তি স্থাপনে কাজ করে প্রাথমিকের শিক্ষকরা। অথচ নূন্যতম বেতনে চাকরি করতে হচ্ছে তাদের। যথাযথ মর্যাদায় সহকারী শিক্ষকদের দশম ও প্রধানদের নবম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। প্রাথমিক স্তরে মেধাবীদের আনতে হলে গ্রেড পরিবর্তনে বাস্তবায়ন জরুরি। যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি মেনে না নেয়া হবে, ততদিন আন্দোলন চলবে।
আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, আলাউদ্দিন আলো, আলতাফ হোসেন, শফিকুল ইসলাম সবুজ, মকবুল আহম্মদ ওসমানী, কৃষ্ণ চন্দ্র দাস, শরিফ আহম্মদ, মজিবুর রহমান,আনোয়ার হোসেন, ইসমত আরা সাথি, নাসিমা আক্তার প্রমুখ।
সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author