ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

পশ্চিম চররুহিতা প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর শুভাগমন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়। প্রধান শিক্ষকের সভাপতিত্বে শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আলোচনা সভা, ক্বিরাত প্রতিযোগিতা ও মহানবী (সঃ) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার হিসেবে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। প্রধান শিক্ষক তাঁর আলোচনায় মহানবী (সঃ) এর উপর নাযিলকৃত প্রথম ওহী পবিত্র কোরআনের সূরা আলাক্বের প্রথম পাঁচ আয়াত তিলাওয়াত করে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের গুরুত্ব, রাসুল (সঃ) এর আনীত বিধানবলী, তাঁর অনুসরণ, নারীর মর্যাদা প্রসঙ্গে উল্লেখ করেন মহানবী বলেছেন কন্যা সন্তান আল্লাহ্‌র পক্ষ থেকে নিয়ামত। তিনি মহানবী (সঃ) এর বিশ্বশান্তি স্থাপন প্রসঙ্গে হিলফুল ফুযুল প্রতিষ্ঠার ইতিবৃত্ত উল্লেখ করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author