নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর লোকমান হোসেনের ব্যক্তিগত উদ্যোগে পৌর ৩ নং ওয়ার্ডে বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হয়। ৯ সেপ্টেম্বর ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক বানভাসী নারী ও পুরুষকে ত্রাণ বিতরন কার্য্যক্রমের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদল নেতা খালেদ মোহাম্মদ আলী কিরন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত সোহেল, লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন রতন, জেলা কৃষকদল সহ-সভাপতি মাহবুব সওদাগর,পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: শাহজাহান, পৌর বিএনপির সদস্য ওয়াহিদ সওদাগর,ওয়ার্ড বিএনপি নেতা ডা: আব্দুর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা সার্ভেয়ার জাকির,ওয়ার্ড যুবদল সভাপতি মিজানুর রহমান,যুবদল নেতা মো: আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আন্দোলনকারী সুলতান আহমেদ সিয়াম প্রমূখ। লোকমান হোসেন বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড.হাছিবুর রহমানের অনুপ্রেরণায় বন্যার্তদের পাশে আছি। আমার ৩ নং ওয়ার্ডের কোনো মানুষকে বন্যার এমন সময়ে খাবার সংকটে পড়তে হবে না বলে বন্যার শুরুতে যে আশ্বাস দিয়েছিলাম,তা রক্ষা করে যাচ্ছি।
লক্ষ্মীপুরে বিএনপি নেতা লোকমান হোসেনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন