ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে ইমাম সম্মেলন ও বন্যার্তদের আর্থিক সহযোগিতা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে লক্ষ্মীপুরে ইমাম সম্মেলন ও বন্যার্তের মাঝে হাদিয়া প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের চক মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম, সহ-সভাপতি মুফতি মাওলানা আখতারুজ্জামান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, বাংলাদেশ ইমাম সমিতি খুলনা মহানগর সভাপতি প্রিন্সিপাল নাজমুস সাউর,
গাউছুল কামিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা এজহারুল হক, ইমাম বার্তার নির্বাহী সম্পাদক অধ্যাপক মাওলানা আখতার ফারুক, ইমাম সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি মাওলানা আ.ন.ম সোলাইমান।

বাংলাদেশ ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল, হাজিরহাট কামিল মাদরাসার প্রাক্তণ প্রিন্সিপাল জাহিদ হোসেন আল ফারুকী, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা নজির আহম্মদ সহ; সাধারন সম্পাদক মাওলানা আলাউদ্দিন, সদর উপজেলার সভাপতি হাফেজ জহির, সাধারন সম্পাদক মাওলানা মোঃ নজির আহম্মদ,সদর উপজেলার কোষাধ্যক্ষ শামছুলহুদা কাজি শাকিল,উপস্থিত ছিলেন মাওলানা রেদোয়ান,মুফতি ফরিদ আহম্মদ, মাওলানা অয়ালিউল্লাহ সহ জেলা উপজেলার কমিটিতে থাকা অন্যান্য আলেম ওলামাগনের আন্তরিক প্রচেষ্টা লক্ষ্মীপুরে ইমাম সম্মেলন সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত ইমামদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author