ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে রূপালী ব্যাংকের এান সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ  বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ অন্ন, বস্ত্র, আশ্রয় ও চিকিৎসার অভাবে -অনাহারে দুর্ভোগে দিন যাপন করছেন। বন্যাদুর্গত অঞ্চলে প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে তারা সুচিকিৎসা পাচ্ছে না।
বন্যা পরিস্থিতির অবনতির কারণে অসহায় মানুষ যখন পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছেন, তখনি রুপালী ব্যাংক বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসে মানবিক দায়িত্ব পালন করছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে রূপালী ব্যাংকের পক্ষ থেকে প্রতিদিনের মত শুক্রবার সকালেও এান সামগ্রি বিতারণ অব্যাহত রেখেছে । রূপালী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর এর নির্দেশনায় ও লক্ষ্মীপুর জোনাল প্রধান শেখ কামাল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে লক্ষ্মীপুর কর্পোরেট শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মোছলেহ উদ্দিন এবং মান্দারী বাজার শাখা ব্যবস্থাপক মো: মনির উদ্দিন খান উপস্থিত থেকে সদর উপজেলার নন্দনপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বন্যার্ত মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। রূপালী ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ব্যাংক কর্তৃপক্ষ জানায়।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author