ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে সমাবেশ স্থগিত বিষয়ে জামায়াতের সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদকল: লক্ষ্মীপুর প্রেসক্লাবে (২১আগস্ট) এর বিক্ষোভ সমাবেশ স্থগিত সংক্রান্ত বিষয়ে জামায়াতের উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন নূরনবী মূল বক্তব্য প্রদান করেন।

সাংবাদিক সম্স্থসম্মেলনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন মাহমুদ ও অ্যাডভোকেট মহাসিন কবির মুরাদ, জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জনাব মমিন উল্যাহ্ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ সাংবাদিকবৃন্দ।

এসময় জেলা আমিরের পক্ষে  সভার সেক্রেটারি বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার ডাকে আওয়ামী সন্ত্রাস, গণহত্যার প্রতিবাদে (২১ আগস্ট) শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ মিছিল আয়োজন করেছিল। কিন্তু চলমান বৃষ্টি, জলাবদ্ধতা ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে জেলা জামায়াতের জরুরি এক বৈঠকে সম্মানিত জেলা আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া উক্ত তারিখের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। সাথে সাথে বন্যা এবং জলাবদ্ধতায় নিমজ্জিত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন ।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author