ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুর সদর উপজেলা “বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরষ্কার বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গত কাল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
স্টেডিয়ামে আয়োজিত উপজেলার ফাইনাল খেলা ও পুরুষকার বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজেস্ট্রেট সুরাইয়া জাহান। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) হাসান মোস্তাফা স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেনে। উপজেলা মাধ্যেমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব। সদর ইউআরসি ইন্সট্রাকটর মোঃ মজিবুর রহমান সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাকসুদ আলম মোঃ শহিদুল ইসলাম। ফাইনাল খেলায় ও পুরষ্কার বিতারণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি( ভারপ্রাপ্ত) আব্দুল কাদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন আলো, প্রধান শিক্ষক সমিতির উপজেলা সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আবেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সবুজ, খেলাটির পরিচালনা করেন প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল,ইসমত আারা সাথী, শিক্ষক নেতা মুজিবুর রহমান।
খেলায় উপজেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় বঙ্গবন্ধু সানকীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ০২ বনাম বরইতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ০০.
বঙ্গমাতা মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ০১ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ০০ গোলে ট্রাইবেকারে এগিয়ে।
উপজেলা পর্যায়ে চেম্পিয়ন বঙ্গবন্ধু সানকীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ০২।বঙ্গমাতা মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ০১ গোলে উপজেলা চেম্পিয়ন অর্জন করে এরা জেলা পর্যায়ে খেলবে।উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author